শুভদীপ দে হুগলি: মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকারের অনুপ্রেরণায় এবার দুয়ারে জামাই ষষ্ঠী, অভিনব এই আয়োজনের উদ্যোক্তা পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ত ও শিল্প পরিকাঠামোর সঞ্চালক তথা শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুদর্শন বর। বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে এবং যে সমস্ত মেয়েদের বাড়িতে তথাকথিত সেভাবে কেউ নেই ,তারা জামাইষষ্ঠীতে আসতে পারেন না তাদের কথা মাথায় রেখে প্রায় হাজারের কাছাকাছি এলাকার মেয়ে জামাইদের জামাইষষ্ঠীতে রীতিমতো প্যান্ডেল করে বসিয়ে শরবত থেকে পান পর্যন্ত এলাহী ভোজনের আয়োজন, ভাত, ডাল, আলুর চিপস, মটন, মাছ, চিকেন, পনির, চাটনি, পাপড়, মিষ্টি, আইসক্রিম, পান সব মিলিয়ে ১৩ রকম পদের আয়োজন জামাইষষ্ঠীর মেনুতে।
মেয়ে জামাইয়ের খাওয়া-দাওয়া শেষে তাদের হাতে একেবারে শান্তিপুরের তাঁতের শাড়ি তুলে দিলেন সুদর্শন বর। এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মাধ্যক্ষ তথা পিয়ারাপুর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনি সামুই, উপ প্রধান শেখর সাঁপুই এবং পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। সব মিলিয়ে বলা যেতে পারে জামাইষষ্ঠীর দিনে জমজমাট পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা।