বিশেষ সংবাদদাতা: মানুষের ভিতরের প্রতিভার স্ফুরণ ঘটে ঠিক তখন, যখন সেই মানুষটি নিজের অন্তরের আহ্বানে সাড়া দিয়ে, নিজের সৃষ্টিতে নিমগ্ন হয়। একজন মানুষ পরিচিত হন তাঁর কাজের মাধ্যমে। আগামীকালের মধ্যে সেই মানুষটি কিন্তু বেঁচে থাকেন তাঁর অনন্য সৃষ্টির দ্বারা। মানুষের বহুমুখী প্রতিভার কথা যে শুধুমাত্র পুঁথিতেই সীমাবদ্ধ নয় তার প্রমান আমরা পেয়েছি বারংবার। কথায় আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। বিশেষ করে একজন নারী শুধুমাত্রই অন্ত পুরবাসিনী হয়ে সারা জীবন অতিবাহিত করবে, এই ধারণাকে ভ্রান্ত প্রমাণিত করে আজ নিজ নিজ লক্ষ্যে এগিয়ে চলেছেন আজকের নারীরা।
এমনই একজন নারী যিনি আজ তাঁর নিজের সৃষ্টির মধ্য দিয়ে নিজের অভিষ্ট লক্ষ্যে অগ্রসর হচ্ছেন, তিনি রূপালী পর্দার অভিনেত্রী শিল্পী চক্রবর্তী। শুধুমাত্র অভিনয়ে নিজের দক্ষতার পরিচয় নয়, সাহিত্যের অঙ্গনেও যে তাঁর অবাধ চলাফেরা, তার নিদর্শন তিনি রেখে চলেছেন অবিরত। সম্প্রতি তিনি প্রকাশ করে ফেলেছেন তাঁর লেখা তিন নম্বর বইটি।
‘খোলা মনে রঙ বেরঙে’ শীর্ষক ছড়ার এই বইটি তিনি লিখেছেন আমাদের সমাজের ছোটদের কথা ভেবেই। বড়দের কলমে ছোটদের কথা এককথায় সার্থক বলাই যায়।
শিল্পী চক্রবর্তী’র এই বই এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনে তিলোত্তমা কলকাতার আই সি সি আর সভাগৃহে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ প: ব সরকারের অর্থ বিভাগের দুই যুগ্ম কমিশনার অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী, অ্যাডলিঙ্কের কর্ণধার শান্তনুজ পোদ্দার, অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, সিদ্ধার্থ বি এড কলেজের সভাপতি নৃপেন বিশ্বাস সমেত একঝাঁক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তাঁর এই বই প্রসঙ্গে শিল্পী চক্রবর্তী বলেন, বর্তমানের ইঁদুর দৌড়ে ও আধুনিকতার চাপে শিশুমন ক্রমাগত হারিয়ে যাচ্ছে, শিশুরা আজ মোবাইলের কুপ্রভাব থেকে কোনোভাবেই মুক্ত হতে সক্ষম হচ্ছে না। আর ঠিক এই কারণেই শিশুমনের প্রকৃত বিকাশের উদ্দেশ্যেই তাঁর এই ছড়ার বই প্রকাশ।