জেলা যুব উৎসব আমতায়

অভিজিৎ হাজরা, হাওড়া: সম্প্রতি যুব উৎসব পালিত হলো হাওড়া জেলার আমতার রসপুর বিএড কলেজে নেহেরু যুব কেন্দ্র সংগঠন এবং অগ্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের তত্ত্বাবধানে। যেটির মূল বিষয়বস্তু ছিল ভারতবর্ষের ঐতিহ্য এবং সংস্কৃতিকে জেলার যুবক যুবতীদের মধ্যে প্রচার এবং প্রসার ঘটানো। ভারত সরকারের বিভিন্ন দপ্তর অংশগ্রহণ করেছিল এই উত্‍সবে। এছাড়াও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। আয়োজন করা হয়েছিল পাঁচটি প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান যুবক যুবতীদের জন্য, যার মধ্যে ছিল কবিতা লেখা, অঙ্কন, লোক নৃত্য, ফটোগ্রাফি এবং বক্তব্য প্রতিযোগিতা।

%d bloggers like this: