অন্তরা সিংহরায়, দুর্গাপুর: “ মানুষ মানুষের জন্যে, / জীবন জীবনের জন্যে, / একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, ”– শিল্পী ভূপেন হাজারিকার এই গানকে সঙ্গে করে বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত “কলমে তারকেশ্বর “সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সম্প্রতি এক সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় ।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার সম্পাদক সুপ্রিয় ব্যানার্জী সহ সম্পাদক সুমন কোদালী। বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি সম মনোভাবাপন্ন এই পত্রিকা সমাজ বহির্ভূত সাহিত্য নয় এই ভাবনাকে ধরে রেখে ট্রাফিক গার্ডে কর্মরত, ব্যাঙ্কে কর্মরত ব্যাক্তিদের,জল,ORS, প্রদান করে ও সকলকে একটি কলমে তারকেশ্বর মাসিক পত্রিকা উপহার দেওয়া হয়।
এই পত্রিকাটি বাংলা ভাষাকে ভারত সরকার স্বীকৃত ধ্রুপদি সাহিত্য মর্যাদা আদায়ে লিপলেট বিলি করা হয়। পত্রিকা সম্পাদক জানান খুব তাড়াতাড়ি আরো এই ধরনের কর্মসূচি আয়োজন করবেন