সাউথ আফ্রিকা পৌছলেন এশিয়ান, কমনওয়েল্থ গেমসে স্বর্ণ পদক জয়ী সীমা দত্ত চ্যাটার্জী

নিজস্ব সংবাদদাতা: বিশ্ব চ্যাম্পিয়ানশিপে অংশ নিতে সাউথ আফ্রিকা পৌছলেন এশিয়ান, কমনওয়েল্থ গেমসে স্বর্ণ পদক জয়ী আন্তর্জাতিক পাওয়ারলিফ্টার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গৃহবধূ সীমা দত্ত চ্যাটার্জী। উল্লেখ্য আগামীকাল থেকে সাউথ আফ্রিকার সান সিটিতে বসতে চলেছে পাওয়ারলিফ্টিং এর ইকুইপিড অ্যান্ড ক্লাসিক বেঞ্চপ্রেস চ্যাম্পিয়ানশীপের বিশ্ব চ্যাম্পিয়ানের আসর। সান সিটি থেকে সীমা দত্ত চ্যাটার্জী সংবাদ প্রতিখনকে জানান, তিনি ৬৯ কেজি বিভাগে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করছেন।

তিনি জানান, তিনি অর্থের প্রত্যাশী নন, তিনি চান সারা দেশের মানুষ যেন তাঁকে দুহাত ভরে আশীর্বাদ করেন এই বিশ্ব চ্যাম্পিয়ানশীপের আসরে তিনি যেন দেশের নাম উজ্জ্বল করতে পারেন একজন সফল পাওয়ারলিফ্টার হিসেবে। দেশবাসীদের থেকে প্রাপ্ত আশীর্বাদে তিনি এই বিশ্ব চ্যাম্পিয়ানশীপের নিজিকে পূর্ণরূপে মেলে ধরতে সক্ষম হবেন এবং একজন সফল ভারতীয় পাওয়ারলিফ্টার হিসেবে সারা বিশ্বের দরবারে ভারতের মুখ ও ভারতের নাম স্বর্নাক্ষরে লিখতে সক্ষম হবেন।

সাউথ আফ্রিকার সান সিটিতে পাওয়ারলিফ্টিং এর ইকুইপিড অ্যান্ড ক্লাসিক বেঞ্চপ্রেস চ্যাম্পিয়ানশীপের বিশ্ব চ্যাম্পিয়ানের এই আসরে সারা বিশ্বের মোট ৩৮ টিরও বেশি দেশ অংশ নিচ্ছে। প্রতিযোগিতা চলবে ১৯ মে, ২০২৩ থেকে ২৮ মে, ২০২৩ পর্যন্ত।

উল্লেখ করা যায় এই মাসেই ভারতের কেরালায় অনুষ্ঠিত হয়ে যাওয়া এশিয়ান ইকুইপিড পাওয়ারলিফ্টিং চ্যাম্পিয়ানশীপের আসরে মারাত্মক রকম শারীরিক প্রতিবন্ধটাকে জয় করে তিনি পাওয়ারলিফ্টিংএ ভারতের সুনাম অক্ষুণ্ণ রাখতে সক্ষম হন। ভারতের এই সোনার গৃহবধুর সাফল্য কামনা করে সংবাদ প্রতিখন।

%d