তিনদিনের ব্যক্তিগত সফরে কলকাতা আসছেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন

নিজস্ব সংবাদদাতা: মরিশাসের সপ্তম রাষ্ট্রপতি পৃথ্বীরাজসিং রূপন,  সস্ত্রীক তিনদিনের ব্যক্তিগত সফরে কলকাতায় আসবেন। মরিশাসের রাষ্ট্রপতি কলকাতায় এসে বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দির ও বেলুড় মঠ পরিদর্শন করবেন। কোলকাতা পোর্ট ট্রাস্ট-এ মেমোরিয়াল ফর ইনডেনচার্ড লেবারার্স থেকে তাঁকে সম্মাননা দেওয়া হবে। সূত্রের খবর ডঃ স্বপন দাশগুপ্ত (গভর্নিং কাউন্সিল অফ ইন্ডিয়া ফাউন্ডেশন ও ‘খোলা হাওয়া’র সভাপতি) এবং শ্রী সুশীল মোদী এম.পি.(বিহারের প্রাক্তন ডেপুটি সি.এম এবং সদস্য গভর্নিং কাউন্সিল,  ইন্ডিয়া ফাউন্ডেশন) মরিশাসের রাষ্ট্রপতির সম্মানে একটি নাগরিক অভ্যর্থনা এবং নৈশভোজের আয়োজন করবেন। উপস্থিত থাকবেন ডঃ সি ভি আনন্দ বোস (পশ্চিমবঙ্গের রাজ্যপাল), হরিবংশ নারায়ণ সিং (ডেপুটি চেয়ারম্যান, রাজ্যসভা)সহ বিশিষ্টবর্গ।

মরিশাসের বর্তমান রাষ্ট্রপতি পৃথ্বীরাজসিং রূপন ২ রা ডিসেম্বর ২০১৯ এ রাষ্ট্রপতির পদ অধিগ্রহণ করেন। ডাঃ স্বপন দাশগুপ্ত, গভর্নিং কাউন্সিল, ইন্ডিয়া ফাউন্ডেশন এবং খোলা হাওয়ার সভাপতি বলেন,  “এমন একজন ভারতীয় বংশোদ্ভূত যাঁর পূর্বপুরুষের মাতৃভূমি ছিল কলকাতা,  তাঁকে অভ্যর্থনা জানানো আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার”।

উল্লেখ করা যায়, পৃথ্বীরাজ সিং রূপন একজন আইনজীবী যিনি ২০০০ সালে প্রথম মরিশাসের জাতীয় পরিষদে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি শিল্প ও সংস্কৃতি, সামাজিক সংহতি এবং আঞ্চলিক প্রশাসনের মন্ত্রী ছিলেন।

%d bloggers like this: