আন্তরিকের ঘরে ঘরে রবীন্দ্রনাথ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান : ঘরে ঘরে রবীন্দ্রনাথ। সম্পুর্ন এক নতুন কর্মসূচী শুরু করলো পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সাহিত্য পত্রিকা আন্তরিক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে স্মরণীয় করে রাখলো সাহিত্য পত্রিকা আন্তরিক। আজ সকালে পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহরায়ের বাড়ি থেকে শুরু হলো এই যাত্রা। ঘরে ঘরে রবীন্দ্র ভাবনা ছড়িয়ে দিতেই এই আয়োজন। পরিবারের সকলে মিলিত হয়ে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এক হয়ে কবিকে স্মরণ করে রবীন্দ্র চর্চাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আন্তরিক পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহরায়ের কথায়, ঘরে ঘরে রবীন্দ্র চর্চায় সহজ পাঠ থেকে সঞ্চয়িতা, কবিগুরুর নানা কথা, গানের মধ্যে দিয়ে পালন করার আন্তরিক ইচ্ছার ফসল “ঘরে ঘরে রবীন্দ্রনাথ”।

এই ঘরে ঘরে রবীন্দ্রনাথ কর্মসূচীর মধ্য দিয়ে পরিবারের শিশুদের অর্থাৎ আগামী প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক  চেতনা বৃদ্ধি করা যাবে ব্যাপকভাবে।আগামী প্রজন্মকে সুষ্ঠ ও ঐতিহ্যসম্পূর্ণ সংস্কৃতির ভাবনা দিয়ে যাওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আর রবীন্দ্রনাথ বাঙালীর রক্তে মিশে আছে তাঁকে শ্রদ্ধা জানাতে মঞ্চ ,মাইক্রোফেন বা বিশাল আয়োজনের প্রয়োজন নেই সেই বার্তা দিতে চাইছি সাধারণ মানুষের মধ্যে।

আজ সকালে অন্তরা সিংহরায়ের বাড়ির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি অশোক সিংহরায়,  তরুণ সাহা, জয়া মোদক, উমা শংকর সেন, রীনা রায়, অর্চনা সিংহরায়, অঙ্কিত ঘোষ, শুভ্রা পাল প্রমুখরা।

তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে আজ বাচিক শিল্পী বর্ণালি সরকার দুর্গাপুরে তার বাড়িতে এরকম একটি প্রভাতী রবীন্দ্রজয়ন্তী আয়োজন করেছিলেন এলাকার মানুষদের নিয়ে।

%d