এশিয়ান ইকুইপিড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশীপে চারটি সোনা জয় হাওড়ার স্নেহার

নিজস্ব সংবাদদাতা: কেরালার আলপূজাতে এশিয়ান পাওয়ার লিফটিং ফেডরেশন এর ব্যবস্থাপনায় আয়োজিত এশিয়ান ইকুইপিড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশীপের সাব জুনিয়ার বিভাগে নতুন এশিয়ান রেকর্ড করে চারটি সোনা জিতলো হাওড়া জেলার ১৭ বছরের স্নেহা ঘরামী।

 

শুধুমাত্র অর্থের অভাবে যে স্নেহার এই চ্যাম্পিয়নশীপে যোগদান করা কয়েকমাস আগে অনিশ্চিত হয়ে পড়েছিল, সেই স্নেহা এই জয়ের পর কেরালা থেকে সংবাদ প্রতিখনকে জানায়, তাঁর এই জয় সে উৎসর্গ করতে চায় তাঁর বাবা-মা, কোচ, ক্লাব সহ সেই সকল মানুষদের যাঁরা তাঁর এই এশিয়ান পাওয়ারলিফটিং প্রতিযোগিতায় অংশ নিতে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন।

উল্লেখ করা যায়, এই বছর ভারতের কেরালায় চলছে এই এশিয়ান ইকুইপিড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশীপের আসর। স্নেহা তাঁর অসামান্য ক্রীড়ানৈপুণ্যে সাব-জুনিয়ার ৭৬ কিলো বিভাগে স্কোয়াড, ডেডলিফ্ট, বেঞ্চপ্রেস এই তিন ক্যাটিগরিতেই স্বর্ণপদক এবং টোটাল মিলিয়ে চারটি স্বর্ণপদক জয় এবং সাব জুনিয়ার বিভাগে নতুন এশিয়ান রেকর্ড করতে সক্ষম হয়েছে।

%d