শুভদীপ দে: হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির ডাকে হুগলির চাঁপদানিতে শ্রমিক সমাবেশ এবং শ্রমিকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ ঋতব্রত ব্যানার্জি থেকে শুরু করে শ্রীরামপুর হুগলী সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি মনোজ চক্রবর্তী, উত্তরপাড়া ব্লক আইএনটিটিইউসি সভাপতি গৌতম চক্রবর্তী, বিধায়ক অরিন্দম গুইন, বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রধান সুরেশ মিশ্রা, পৌর প্রধান পিন্টু মাহাতো, পৌর প্রধান অমিত রায় এবং আইএনটিটিইউসির বহু নেতা-নেত্রীরা ও কর্মীরা।
এ প্রসঙ্গে ঋতব্রত ব্যানার্জি বলেন বিজেপির নেতৃত্বাধীন সরকার শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার সমস্ত রকম বন্দোবস্ত করেছে, আমাদের এটারই বিরুদ্ধে লড়াই।
সমাবেশ সমাপ্ত হওয়ার পরে চাঁপদানি শহর আইএনটিটিইউসির নতুন কমিটির নবনিযুক্ত সদস্যদের ঘোষনা করেন শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা চাপদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্রা।