নিজস্ব সংবাদদাতা, হুগলি: গতকাল হুগলির শিয়াখালার অগ্রগামী ক্লাবগৃহে অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে একদিনের এক অর্থপেডিক পরীক্ষা শিবির ও স্থানীয় আরএমপি’দের নিয়ে হাড় সংক্রান্ত একটি আলোচনাসভা। শিবিরে উপস্থিত থেকে স্থানীয় মানুষদের হাড় সংক্রান্ত যাবতীয় সমস্যার বিষয়ে চিকিত্সা ও সমাধানের মুল্যবান মতামত প্রদান করলেন এই মূহুর্তে আমাদের রাজ্যের অন্যতম অর্থপেডিক চিকিত্সক ও ট্রমা সার্জেন ডাঃ অভীক রায়।
শিবিরে অধিকাংশ মানুষ উপস্থিত হয়েছিলেন তাঁদের হাঁটু ও কোমরের নানা সমস্যা নিয়ে সঠিক চিকিত্সা করাতে। ডাঃ অভীক রায় জানান, আমাদের রাজ্যে অধিকাংশ মানুষের সঠিক ধারণা না থাকার কারণে হাঁটু সংক্রান্ত ও হাড়ের নানা রোগে পঙ্গু হয়ে পড়েন, তাঁর লক্ষ্য রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ যেন এই বিষয়ে সঠিক সচেতন হন এবং তাঁদের রোগের প্রকৃত সমাধান হয় সেই কারণেই এই ধরনেও শিবিরের আয়োজন।
তিনি আরও বলেন, আমাদের রাজ্যের অধিকাংশ মানুষ এই বিষয়ে কিছুটা হলেও বিভ্রান্ত হন নানা কারণে, তাই তিনি চান আগামীতে যেন কোনও মানুষ তাঁদের হাড় সংক্রান্ত বিশেষ করে হাঁটু বা কোমরের কোনও রোগে ভুল চিকিত্সার ফাঁদে না পড়েন। তিনি বলেন রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প বা মেডিক্লেমের মধ্যমেও এই হাঁটু প্রতিস্থাপন সংক্রান্ত শল্যচিকিত্সা খুব সহজেই করা হয় এবং সাধারণের সুবিধার্থে তিনি তা করে থাকেন।
হুগলি জেলার কুমিরমোড়া এলাকার তিন উত্সাহী যুবক এম রহমান, জাকির হোসেন মল্লিক ও শেখ আসরাফুলের আন্তরিক ব্যবস্থাপনায় শিবিরটি অনুষ্ঠিত হয়।