শুভদীপ দে, হুগলি: হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে পথ চলতি সাধারণ মানুষের সুবিধার্থে পথে রাজ্যের মন্ত্রী, হুগলি জেলায় দুর্গাপুর জাতীয় সড়কের উপর হরিপালের কানগই থেকে ডানকুনির মাইতি পাড়া পর্যন্ত ১৫টি নতুন সাবওয়ে এবং পথচারীদের জন্য সার্ভিস রোড দ্রুত নির্মাণের দাবিতে রাজ্যের মন্ত্রীর উদ্যোগে তৃণমূল কংগ্রেসের ডাকে পদযাত্রা। দীর্ঘ প্রায় ২১ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্না পদযাত্রায় সামনে থেকে নেতৃত্ব দিলেন, এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপদানি বিধানসভার বিধায়ক তথা শ্রীরামপুর হুগলী সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন সহ জেলার তৃণমূল নেতৃবৃন্দ।
মন্ত্রী বেচারাম মান্না জানান কেন্দ্রীয় সরকার একটা রাজনৈতিক প্রবঞ্চনা তৈরীর চেষ্টা করছে। কারন এই বিষয় নিয়ে আমরা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের ভূতল পরিবহন দপ্তরে চিঠি লিখে জানিয়েছে তা সত্ত্বেও তারা কোন কর্নপাত করেন নি। তিনি আরো জানান, জাতীয় সড়কে পর্যাপ্ত সাবওয়ে না থাকার কারণে দুর্গাপুর জাতীয় সড়ক নির্মাণের পর থেকে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে। তাই আমাদের দাবি হরিপালে কানগই থেকে ডানকুনির মাইতি পাড়ার মধ্যে নতুন ১৫ টি সাবওয়ে তৈরি করতে হবে এবং সার্ভিস রোড দ্রুত নির্মাণ করতে হবে। এদিন ওপর এক অনুষ্ঠানে চাঁপদানি পৌরসভার পৌর প্রধান তথা শ্রীরামপুর হুগলী সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুরেশ মিশ্রার উদ্যোগে প্রয়াত ও প্রাক্তন পৌর সদস্য সাধু মিশ্রার স্মরণে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়,। শিবিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন এবং চাঁপদানি পৌরসভার উপ পৌর প্রধান বিনয় কুমার, সিআইসি মেম্বাররা ও বিভিন্ন ওয়ার্ডের পৌর সদস্যরা। এই রক্তদান শিবিরে ১৫০ জন রক্তদাতা রক্তদান করেন, এ প্রসঙ্গে পৌর প্রধান তথা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুরেশ মিশ্রা বলেন আমরা যে সাধু মিশ্রা হতে পারবো সেটা আমি বিশ্বাস করি না, কারণ উনি যা ছিলেন তার যদি আমরা বিন্দুমাত্র হতে পারি তাহলে আমি ভাববো আমার জন্ম সফল হয়েছে। একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হুগলি জেলায় প্রতিবাদ করছে তৃণমূল অন্যদিকে এই জেলাতেই মুমূর্ষ মানুষদের প্রয়োজনে রক্তদানের মাধ্যমে সহযোগিতার হাত বাড়ালো তৃণমূল।