অন্তরা সিংহরায়: “হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ” । বাংলা নববর্ষকে স্মরণ করে বাংলা সাহিত্যের জগতে পথ চলা সাহিত্য পত্রিকাগুলো সদা তত্পর নিজেদের নতুনরূপে আত্মপ্রকাশের। আর এই কারণেই প্রকাশিত হয় নানা নববর্ষ সংখ্যা। এমনই এক সাহিত্য পত্রিকা মেঘদূত। আজ ৩০ এপ্রিল মেঘদূত সাহিত্য পত্রিকার অর্ধ বার্ষিক সমাবর্তন ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে। বিশ্ব বঙ্গীয় সাহিত্যকলা একাডেমি অধিভুক্ত ও কবি, সাহিত্যিক সঞ্জয় কুমার মুখোপাধ্যায় সম্পাদিত মেঘদূত সাহিত্য পত্রিকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক নির্মাল্য বিশ্বাস, কথা কবি সদ্যোজাত, বিশিষ্ট গল্প ও প্রবন্ধকার উপল দত্ত, মেঘদূত সাহিত্য পত্রিকার সভাপতি প্রাবন্ধিক প্রবীর দে এবং বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি’র যুগ্ম সাধারণ সম্পাদক কবি দীপঙ্কর নায়েক।
অতিথিবরণ, মাল্যদান এবং উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সুমনা গোস্বামী। মেঘদূত সাহিত্য পত্রিকার কার্যকরী সদস্য অসীমা সরকারের ভাবনা ও নির্দেশনায় ‘রবি স্মৃতিচারণ’ নামক একটি স্বল্পদৈর্ঘ্যের শ্রুতি নাটক পরিবেশন করেন সুমনা ভৌমিক এবং শমিতা দাস। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন পত্রিকার কার্যকরী সদস্য অসীমা সরকার। এদিন এই অনুষ্ঠান থেকে মেঘদূত সাহিত্য পত্রিকা আয়োজিত ঈশ্বর সমীর কুমার মুখার্জি স্মৃতি কবিতা প্রতিযোগিতার ফলাফলও ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় সভাপতির সমাপ্তি ভাষণে এবং ভারতের জাতীয় সংগীতের মধ্য দিয়ে।
সুন্দর আয়োজন, আগামীতে অনেক অনেক সাফল্য কামনা করি।