নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলী জেলা আর্ট ফোরামের দ্বিতীয় চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন হলো উত্তরপাড়া আজাদ হিন্দ আর্ট গ্যালারীতে। ছয়দিনের এই প্রদর্শনীতে সাতাশ জন শিল্পীর পঁয়ত্রিশটি চিত্র এবং এগারোটি ভাস্কর্য স্হান পেয়েছে।
সাইত্রিশ জন শিল্পীকে নিয়ে গড়া এই আর্ট ফোরামকে ঘিরে শিল্পীদের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই প্রদর্শনীর শুভ সূচনা করেন কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস।
উত্তরপাড়া কোতরং পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব উপস্হিত থেকে শিল্পীদের উৎসাহিত করেন। প্রদর্শনী চলবে আগামী ২২ মার্চ পর্যন্ত।