নিজস্ব সংবাদদাতা, হুগলি: আবাসিক চারুকলা প্রশিক্ষণ শিবির শুরু হলো চন্দননগর রবীন্দ্রভবন চত্বরে। শনিবার চন্দননগর জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে পাঁচদিনের এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। অনুষ্ঠানে মেয়র রাম চক্রবর্তী, অতিরিক্ত জেলা শাসক নকুলচন্দ্র মাহাতো, মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত, সৌমেন খামারুইসহ বিশিষ্টজনেরা উপস্হিত ছিলেন। রাজ্য চারুকলা পর্ষদের আয়োজনে এবং হুগলী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের চন্দননগর পৌরনিগমের সহযোগিতায় এই প্রশিক্ষণ শিবিরে চল্লিশ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে। মেiদিনীপুর, ২৪ পরগনা, হুগলী ও অন্যান্য জেলার শিক্ষার্থীরা এই শিবিরে যোগ দিয়েছেন। আগামী ২২ মার্চ এই শিবিরের প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে বলে জানানো হয়।