স্বামীজীর ১৬১তম জন্মদিবসে দুর্গাপুরে আয়োজিত হলো বিবেক উৎসব

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুর থেকে প্রকাশিত আন্তরিক সাহিত্য পত্রিকার আয়োজনে দুর্গাপুরের বিধাননগরের অরভিল পার্কে জাতীয় যুব দিবসে অনুষ্ঠিত হয়ে গেল আন্তরিক সাহিত্য পত্রিকার চতুর্থ বর্ষের দুর্গাপুর বিবেক উৎসব। স্বামী বিবেকানন্দের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ১২ জানুয়ারী আন্তরিক সাহিত্য পত্রিকার পাঁচ ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠান সাজানো হয়েছিল স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন, শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে।

স্থানীয় এলাকার শতাধিক উত্‍সাহী মানুষের উপস্থিতিতে এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি, সাহিত্যিক, শিল্পীদের এবং স্থানীয় শিশুদের অংশগ্রহণে স্বার্থক হয়ে উঠেছিল এদিনের আন্তঋকের এই অনুষ্ঠান।

 

এদিন উত্‍সব মঞ্চ থেকে শিশুদের স্বামীজির জীবন,বাণী ও আদর্শে অনুপ্রাণিত করা হয়। উপস্হিত ছিলেন শিক্ষাবিদ বিমল রায়, অশোক সিংহরায়, সাহিত্যিক কালীপ্রসাদ দও, শিবদাস রুদ্র, তরুণ সাহা, দুরদর্শন শিল্পী সুনীল কুমার মেহেতা, চন্দ্রা পাঁজা, অর্চনা সিংহরায়, জয়া মোদক, পাঁচু গোপাল ব্যানার্জ্জী, পাপিয়া ভট্টাচার্য, রণজিৎ কুমার সিং, দীপ্তেন্দু বিকাশ কর ও আনন্দ লহরীর সদস্যরা।

উত্‍সবের অন্যতম অঙ্গ ছিল শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রায় ৫০টি শিশু অংশ নেয়। অনুষ্ঠানের শেষ লগ্নে অঙ্কণ প্রতিযোগিতায় কৃতিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আন্তরিক সাহিত্য পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহরায় সহ পত্রিকার সাথে যুক্ত সকলে বিবেক উৎসবের মাধ্যমে সমাজকে জাতীয়তাবাদ ও দেশপ্রেমের বার্তা দেন এদিন।

%d bloggers like this: