শুভদীপ দে, হুগলি: আজ ধনিয়াখালি ব্লকের বেলমুড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হল হুগলী-শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের “পঞ্চায়েতি সভা”।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও অর্থ মন্ত্রী তথা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন, পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন, বিধায়িকা করবি মান্না, বিধায়িকা সাথী খন্দকার, সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী চ্যাটার্জি, সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রুনা খাতুন, সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও অসংখ্য তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা।