এবার শারদ সম্মানে বঙ্গ ক্লাসিক শারদ সম্মান ২০২২

নিজস্ব সংবাদদাতা: আসন্ন শারদোত্‍সবে মেতে উঠেছে বাংলা, চারিদিকে ব্যস্ততা তুঙ্গে। পুজো কমিটিগুলির সঙ্গে সমান তালে ব্যস্ত পুজোকে কেন্দ্র করে সকল সংস্থাগুলি যাঁরা পুজোর উত্‍কর্ষকে বিচার করে নানান পুরস্কারের ডালি সাজিয়ে নিয়ে আসেন।

এই বছর থেকে আরও একটি শারদ সম্মান তার পথ চলা শুরু করল। বঙ্গ ক্লাসিক শারদ সম্মান ২০২২ সেরা উত্‍কর্ষের সন্ধানে নামক এই সম্মানের অনুষ্ঠানিক সূচনা হল কলকাতা প্রেস ক্লাবে ৬ সেপ্টেম্বরের বিকালে।

এদিন এই সম্মান প্রসঙ্গে বঙ্গ ক্লাসিক শারদ সম্মানের প্রসঙ্গে মহাদেব চক্রবর্তী জানলেন পুজোর ঘণ্টা যথারীতি এই রাজ্যে বেজে গেছে যা বাজিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আমাদের দুর্গাপুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য যা ইতিমধ্যেই ইউনেস্কোর স্বীকৃতি লাভ করেছে, তার জন্যই তাঁদের সংস্থা এবার নামছে মাপকাঠি মাপতে। তিনি বলেন, তাঁরা কখনোই পূজোর মধ্যে বড়-ছোটর মাপ রাখবেন না।

%d bloggers like this: