রাজবাড়ির পূজোর গল্প এবার বাঙালিয়ানায়

পথিক মিত্র: মা আসছেন। চারিদিকে তারই সাজো সাজো রব। ইতিমধ্যেই যুদ্ধকালীন তত্‍পরতায় কাজ চলছে কুমোরটুলি সহ সারা দেশের প্রতীম নির্মাতাদের ঘরে ঘরে। বারোয়ারী পুজো গুলির উদ্যোক্তারা ব্যস্ত থিমের ঔজ্জ্বলে একে অপরকে টেক্কা দিতে। এসবের মধ্যেও কিন্তু সবেকিয়ানা এবং সকল রকম রীতিনীতি মেনে বংশ পরম্পরায় পুজো করে চলেছেন আমাদের দেশের বনেদিবাড়ির পুজোগুলি। আর এই সকল বনেদি বাড়ি বলতে এককথায় আমরা রাজবাড়িই বলে থাকি।

আর প্রাচীন কালে এই রাজবাড়ির পুজোগুলিই ছিল বাঙালীর বড়ই আপনার। কেমন ছিল সেই সকল জমিদার ও রাজবাড়ি গুলির নাটমন্দির, রেড়ির তেলের ঝাড়বাতি, বলির আয়োজন, বাঈনাচ আর তোপধ্বনির সমন্বয়ের পুজোগুলি। একচালার ডাকের সাজ, রুপোর অস্ত্র আর সোনার গয়নায় মোড়া দেবী প্রতীমার আবাহন থেকে বিসর্জন কেমন ছিল, আর আজকে সেই সকল বাড়িগুলির পুজোর কী অবস্থা। জানতে হলে আপনাদের চোখ রাখতেই হবে আজ সকল ঠিক দশটায় আপনার বাড়ির টেলিভিশনের TV9 বাংলা চ্যানেলের বাঙালিয়ানায় ‘রাজবাড়ির পূজোর গল্প’ অনুষ্ঠানে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading