অনুষ্ঠিত হলো ৪৭ তম জেলা যোগাসন প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, হুগলি:  সম্প্রতি হুগলি ডিস্টিক্ট ফিজিক্যাল কালচার ক্লাবস্ ফেডারেশন এর উদ্যোগে ও চিনসুরা যুব সংঘের ব্যবস্হাপনায় অনুষ্ঠিত হলো ৪৭ তম হুগলী জেলা যোগাসন প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর মহকুমা শাসক সৈকত গঙ্গোপাধ্যায়। এবারের প্রতিয়োগিতায় জেলার ২০০ জন প্রতিযোগী অংশ নেয়। উদ্বোধনী সংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্হিত ছিলেন ফেডারেশন এর সম্পাদক দুর্গাদাস চট্টোপাধ্যায়,  ক্লাব সভাপতি অনিলকুমার মন্ডল, সম্পাদক কীর্তিনারায়ন চন্দ, দেবাশিস্ চ্যাটার্জী সহ বিশিষ্টজনেরা।

%d