নিজস্ব সংবাদদাতা,হুগলি: হুগলী মহসিন কলেজের ১৮৭ তম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পালন করা হলো। এর সঙ্গে যে দানবীরের অর্থে কলেজের প্রতিষ্ঠা হয়েছিল সেই মহান ব্যক্তিত্ব হাজী মহম্মদ মহসিনের ২৮৮ তম জন্মদিবসও শ্রদ্ধার সাথে পালন করা হলো। কলেজের বঙ্কিম ভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
হাজী মহম্মদ মহসিনের প্রতিকৃতিতে মাল্যদান করে বক্তব্য রাখেন অধ্যক্ষ পুরুষোত্তম প্রামানিক, বিধায়ক তথা গভর্নিং বডির সদস্য অসিত মজুমদার, গৌরীকান্ত মুখার্জী, প্রাক্তনী সমিতির সম্পাদক মোহনলাল ঘোষসহ বিশিষ্ট জনেরা। উদ্বোধনী সংগীতে বর্তমান ছাত্রীরা এবং সংগীতে প্রাক্তন চেতনা গোষ্ঠী অংশ নেয়। এছাড়া সংগীত শিল্পী ও প্রাক্তন ছাত্র প্রতুল মুখোপাধ্যায় সংগীত পরিবেশন করে চুচুঁড়ার ইতিহাস বর্ননা করেন।