নিজস্ব সংবাদদাতা,হুগলি: দেশের স্বাধীনতা অর্জনের ৭৫ বছর পূর্তিকে স্মরণে রেখে ভারত সরকার, দামোদর ভ্যালি কর্পোরেশন ও রাজ্য সরকারের সহযোগিতায় সম্প্রতি হুগলি জেলার চুচুঁড়া রবীন্দ্রভবনে ও চন্দননগর রবীন্দ্রভবনে পালন করা হয় বিদ্যুৎ মহোৎসব।
আজাদি কা অমৃত মহোৎসব অনুষ্ঠানের অংশ হিসাবে কেন্দ্র ও রাজ্য সরকারের বিদ্যুৎ পরিকাঠামো বিকাশের ক্ষেত্রে উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ ক্ষেত্রে দেশের বিকাশকে তুলে ধরার জন্য এই প্রয়াস বলে সংবাদে প্রকাশ।
এই দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলী-চুচুঁড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, পর্বতারোহী পিয়ালী বসাক, আলোকশিল্পী শ্রীধর দাস, কবি অরুণকুমার চক্রবর্তী, এক্সিকিউটিভ ডিরেক্টর ডিভিসি মহেশ সিং সহ বিশিষ্ট জনেরা উপস্হিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটিকা এবং বিদ্যুৎ বিকাশের ওপর তথ্যচিত্র প্রদর্শিত হয়।