ওপর বাংলার লেখক সোনিয়া তাসনিমকে সম্মাননা প্রদান

0214563

Kalyani-1

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: “উদার আকাশ” প্রকাশনার প্রকাশক এবং সম্পাদক ফারুক আহমেদের আমন্ত্রণে মঙ্গলবার ২৬ জুলাই ২০২২ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, বাংলাদেশের কথা সাহিত্যিক সোনিয়া তাসনিম। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ডঃ গৌতম পালের হাতে পুষ্প স্তবক তুলে দেন।

শ্রদ্ধেয় ডঃ গৌতম পাল সোনিয়া তাসনিমের হাতে ভারত বাংলাদেশ মৈত্রী সম্মাননা স্মারক মানপত্র এবং মুসা আলি রচিত “অচেনা আকাশ” বইটি তুলে দেন এবং একই সঙ্গে লেখক সোনিয়া তাসনিমের গল্পগ্রন্থ “বিস্তীর্ণ জলছবি” বইটির মোড়ক উন্মোচন করেন। এদিন সংক্ষিপ্ত আলোচনায় দুই বাংলার শিল্প, সংস্কৃতি ও সাহিত্য চর্চামূলক বিষয়গুলো উঠে আসে।

HIRINGadvt-2new-advtbokhim-advtFinal advt1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2advt-1advt-3advt-4advt112-for-advt-sankha-senfor-nwslatest-advt-of-jotish

%d bloggers like this: