নিজস্ব সংবাদদাতা: হাওড়ার ফুলেশ্বরে অবস্হিত আনন্দ ভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের সাথে আর্যরূপ ভৌমিকের ছয় বছরের জন্মদিন পালন করলো তার অভিভাবক। পিতা স্বপ্নাশিষ ভৌমিক পেশায় একজন ডাক্তার ও মা অর্পিতা ভৌমিক পেশায় একজন নার্স। তাদের ইচ্ছে দুই সন্তান আর্যরূপ ও অনিন্দ্যরূপ ছোট্ট থেকেই মানব সেবায় ব্রতী হোক। তাই ছেলেদের জন্মদিন বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে করে থাকেন তারা।
অনুষ্ঠানে কবি, সাহিত্যিক ও শিল্পীরা উপস্হিত ছিলেন। কবি অলোক কুমার কুন্ডু, কবি মুরলী চৌধুরী, সংগীত শিল্পী আর ডি গৌতম, সংগীত শিল্পী দীপেন্দু বিকাশ কর, দীপেন্দু বিকাশ মান্না প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আনন্দ ভবনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় দাস আর্যরূপের অভিভাবককে ধন্যবাদ জ্ঞাপন করেন। কেক কাটা ,শিল্পীদের অনুষ্ঠান ,বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের অনুষ্ঠান তার সাথে মধ্যাহ্নভোজের সুন্দর ব্যবস্থা করা হয় ভৌমিক পরিবারের পক্ষ থেকে। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী অন্তরা সিংহরায়।