পথিক মিত্র, কলকাতা: ১৯৮৯ সালে তিলোত্তমা কলকাতা থেকে পথ চলতে শুরু করা ভারতের সর্ববৃহত্ পর্যটন মেলা হিসেবে নিজেদের মেলে ধরে দেশ তথা বিদেশের বুকে ভ্রমণশিল্পের সঙ্গে যুক্ত মানুষ এবং সংস্থাগুলিকে সাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে আজ ফেয়ারফেষ্ট মিডিয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বা টিটিএফ। সারা ভারতের ৯ টি প্রধান শহরে অনুষ্ঠিত হয় টিটিএফের আসর। এবছর কলকাতায় টিটিএফের আসর বসতে চলেছে আগামীকাল থেকে, যা চলবে আগামী ৩ জুলাই অবধি।
এইবছর কলকাতা টিটিএফের স্থান পরিবর্তণ করা হয়েছে বলে আয়োজক সংস্থা ফেয়ারফেষ্ট মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যান্য বছরগুলির মত কলকাতা টিটিএফ কলকাতা নেতাজি ইণ্ডোর স্টেডিয়াম ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে নয় এবছর এই পর্যটন মেলার আসর বসতে চলেছে মিলন মেলা (বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ)প্রাঙ্গণে।
বিভাগ:খবর, জেলা, দেশ, বর্তমান সময়, ভ্রমণের দুনিয়া, রাজ্য, সাময়িকী