মাধ্যমিক পরীক্ষায় কৃতিদের সম্বর্ধনা দুর্গাপুরে

0214563

dgp-5

অভিজিত্‍ দাস, পশ্চিম বর্ধমান: গত ১৯ জুন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্দোগে দুর্গাপুর মহকুমায় সিটি সেন্টার গীতাঞ্জলি অফিসে জেলার মাধ্যমিক পরীক্ষায় সেরা ২২ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা প্রদান করা হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি মিনতি হাজরা, দুর্গাপুর পুর নিগমের মেয়র অনিন্দিতা মুখার্জি,  তিন ব্লকের মহিলা সভাপতি সহ জাতীয় শিক্ষক কলিমুল হক ও ২ নং বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার সহ দুর্গাপুর পুর নিগমের কাউন্সিলররা। এদিন মাধ্যমিক পরীক্ষায় ৬৫০ এর উপরে যে সকল ছাত্র-ছাত্রী নম্বর পেয়েছে তাঁদের সম্বর্ধিত করা হয়।

sambad-pratikhan1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2advt-4

Final advt

%d bloggers like this: