দুর্গাপুরে সারাদিনব্যাপী পঞ্চকবিকে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন

0214563

dgp-10

অন্তরা সিংহরায়, দুর্গাপুর: দুর্গাপুরের রবীন্দ্রভবনে শ্রীসঙ্গীতম আয়োজন করলো সারাদিনব্যাপী পঞ্চকবিকে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন অনুষ্ঠান। প্রায় শতাধিক শিল্পীরা অংশগ্রহণ করে অনুষ্ঠানটিতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম,  দ্বিজেন্দ্রলাল রায়,  অতুলপ্রসাদ সেন,  লালন ফকির এই পাঁচজন কবিকে শ্রদ্ধা নিবেদন করা হয় তাঁদের সৃষ্টির মাধ্যমে। গান, নাচ, কবিতার কোলাজের সাথে পঞ্চকবিকে নিয়ে আলোচনাও হয় অনুষ্ঠান মঞ্চে।

sambad-pratikhan

প্রত্যেক শিল্পীকে সম্মানিত করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়,  ডঃ পার্থপ্রতিম রায়, সাহিত্যিক সিদ্ধেশ্বর শেঠ, শিল্পী পঙ্কজ শ্রীবাস্তব, তরুণ সাহা,  কবি অন্তরা সিংহরায়,  দুলাল দাস, আশা সেন ,অরূপ চ্যাটার্জ্জী,কাজল দে,  ব্রততী চৌধুরী,  শাশ্বতী কোনার,  রূপা মন্ডল,  অর্চনা সিংহরায়, তারক চ্যাটার্জ্জী, সুদীপ্ত রায়,  মন্দিরা পাল সহ বাংলার বিভিন্ন জেলার শিল্পীবৃন্দ।

advt-4

শ্রীসঙ্গীতমের কর্ণধার গৌতম দাস বলেন, “ প্রায় দশ বছর এই অনুষ্ঠান করছি। পাঁচজন কবিকে এক মঞ্চে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপনের অনুষ্ঠান বিরল, বাংলার সাহিত্য সংস্কৃতি আরো প্রসারিত ও সমৃদ্ধ হোক তার জন্যে আমাদের এই প্রয়াস।বারো ঘন্টার অনুষ্ঠানে তিনশোর বেশী মানুষকে যুক্ত করতে পেরেছি। শ্রীসঙ্গীতমের প্রয়াস সফল।” সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এই বিরাট সাংস্কৃতিক মিলন উৎসব সম্বন্ধে বলেন এটি একটি ভিন্ন স্বাদের দৃষ্টান্তমূলক অনুষ্ঠান হয়েছে।

Final advt1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2latest-advt-of-jotishuntitled-1-3untitled-2-1

%d bloggers like this: