আর্য্য নাট্য সমাজের ১২৫ তম বর্ষ উদযাপন

0214563

h-4

নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলীর মন্ডলাই আর্য্য নাট্য সমাজের ১২৫ তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে এলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। দু দিনের অনুষ্ঠানে রবীন্দ্র-নজরুল সন্ধ্যার সাথে রবিবার এই অনুষ্ঠানের সমাপ্তি পর্বে স্মারক পত্রিকার উদ্বোধনের পর ক্ষীরের পুতুল নাটিকার মধ্য দিয়েই অনুষ্ঠান শেষ হলো।

১২৫ তম বর্ষ উদযাপনের এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ  দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ডলাই বাজার সংলগ্ন আর্য নাট্য সমাজের স্থায়ী মঞ্চে এই অনুষ্ঠান হয়। সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সমাজ মূলক কাজ কর্মের মধ্য দিয়ে মন্ডলাই আর্যনাট্য সমাজ কাজ করে চলেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি অরুণকুমার চক্রবর্তী হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন শিল্পা নন্দী, আঞ্চলিক ইতিহাসবিদ্ শ্যামল সিংহ, অসীম মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও আর্য নাট্য সমাজের কর্মকর্তারা। মন্ত্রী স্বপন দেবনাথ এক সাক্ষাৎকারে বলেন

Final advtsambad-pratikhanadvt-41efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2

%d bloggers like this: