শ্যামল সিনহা, হুগলি: যোগ বিশ্বের মানুষের সঙ্গে মানুষের আত্মিক যোগ– যা ভারতবর্ষের বহুকালের সাংস্কৃতিক ঐতিহ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালের ২১ জুন ১৯০ টি দেশে এই যোগ দিবসের পালনের মধ্য দিয়েই যোগ দিবস শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কথায় যোগ হচ্ছে একটা যাত্রা, আমি থেকে আমরায়, আমি থেকে বিশ্বের মধ্যে ছড়িয়ে যাওয়ার যাত্রা এটা একটা মানসিক অবস্হান।
২১জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তুতি চলছে সর্বত্র। এবছর হুগলীর কাপাসডাঙায় কেন্দ্রীয়ভাবে যোগ দিবস পালিত হবে। যার দ্বারা আচরণে ও অনুভবে সাম্য প্রতিষ্ঠা হতে পারে তারই প্রস্তুতি চলছে। চুচুঁড়ার ভগবতীডাঙা অ্যাথলেটিক ক্লাবে করো যোগ রহো নীরোগ এই শ্লোগান নিয়েই যোগের ক্লাস চলছে।
যোগ দিয়েছেন সত্তরোর্ধ মানুষ। গত দু বছর করোনা আবহে ব্যায়াম কিছুট স্তিমিত থাকলেও এবারের যোগ দিবসে হুগলীর কাপাসডাঙায় যোগ দেবেন তারা। যারা যোগ ব্যায়াম করছেন তারাই বলছেন সব শ্রেণী, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, রুচি, মত ও পথ-সর্বত্র সমদৃষ্টি অভ্যাস করানোই যোগের সব থেকে বড় কথা।