জাকির হোসেন মল্লিক: দুই বছর পর আবার এই রাজ্য থেকে সৌদি’র উদ্দেশ্যে উড়ে গেলেন এই রাজ্যের হজ যাত্রীরা। আজ সকালে কলকাতা বিমানবন্দর থেকে যাত্রা করল বিমান। করোনা অতিমারীর কারণে বিগত দুটি বছর পুরোপুরি বন্ধ ছিল হজ যাত্রা। এবার শুধুমাত্র হুগলি জেলা থেকেই আনুমানিক ২২৩ জন হজযাত্রী হজ করার জন্য জেড্ডা বিমানবন্দরের উদ্দেশ্যে উড়ে গেলেন।
হজ যাত্রীদের বিদায় জানতে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পিরজাদা ও অনাথ ফাউন্ডেশনের কর্ণধার তহ্বা সিদ্দিকী এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন করোনার জন্য দুই বছর হাজী সাহেবরা হজ করতে যেতে পারেনি। সৌদি সরকার ছোট করে নিজেদের মতো করে হজ সম্পন্ন করেছিল। যারা হজের উদ্দেশ্যে রওনা দিলেন। তাদের কাছে আবেদন করলাম যে বাংলা এবং ভারতবর্ষের জন্য দোয়া প্রার্থনা করতে আমরা যেন সবাই একজোট হয়ে কোন হানাহানি ছাড়াই ভ্রাতৃত্বের সঙ্গে একসাথে যাতে থাকতে পারি এবং তাঁদের হজ যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়।