বিশেষ প্রতিবেদন: ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গেয়ে খবরে উঠে এসেছিলেন রানাঘাট স্টেশনের গায়িকা রাণু মণ্ডল। নেট দুনিয়ায় ভাইরাল হয় তাঁর গান। শুরু হয় মাতামাতি। নেটমাধ্যমেই মিলেছিল বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গানের ভিডিয়ো ও রিল। মুখে মুখে ছড়ায় সেই কাঁচা বাদাম গান। রাতারাতি খ্যাতি আসে ভুবনেরও জীবনে। নদিয়ার রাণু গিয়েছেন বলিউডে। আর বীরভূমের ভুবনের গানে নেচেছে গোটা দুনিয়া।
এটা কি শুধুই হুজুগ? নাকি কোনও ট্রেন্ড?
আবার রাণুর ‘মানসিক অসুস্থতা’ নিয়ে তৈরি হয়েছে ভিডিয়ো। সেই ভিডিয়োও ভাইরাল। রঙচঙে পোশাকে সাজিয়ে শহরের পাবে নাচানো হয়েছে ভুবনকে। গরিব বলেই কি এমন মস্করা? রাণু বা ভুবন, এঁরা কি সস্তা কামাইয়ের বোড়ে? নাকি আলো জ্বলেছে তাঁদের আঁধার ঘরে? আজ রাত দশটায় TV9 বাংলায় দেখুন নিউজ সিরিজ– দুই ভুবনের পারে।