এম রহমান, হুগলি: হুগলি জেলার চন্ডীতলা থানার অন্তর্গত উত্তর আদানের ভিলেজ হেল্থ কেয়ার নার্সিং হোমে অপারেশনের সময় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এই বেসরকারী হাসপাতাল চত্বর। শিশুটির বাড়ির লোকজনের বক্তব্য অপারেশনের সময় থেকেই এই হাসপাতালে তাঁদের বিপথে পরিচালিত করেছে। এমনকি ওই শিশুটিকে অপারেশনের পর তাঁর বাড়ির লোকজনদের সঠিক খবর ও জানানো হয় নি।
প্রসঙ্গত গত রবিবার উত্তর ২৪ পারগনার ঘোলা থানার অন্তর্গত সোদপুরের বাসিন্দা ১১ বছরের ওই ছোট্ট বালিকাটির সাইকেল দুর্ঘটনায় কাঁধের হাড় ভেঙে যাবার কারণে ডাক্তার সুদীপ্ত পোদ্দারের পরামর্শ অনুযায়ী মিষ্টি সরকার নামে ওই শিশুটিকে উত্তর ২৪ পরগনা থেকে নিয়ে হুগলির এই গ্রামীণ বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে পরিবারের লোকজন।
শিশুটির বাড়ির লোকজনদের অভিযোগ, শুধুমাত্র এই হাসপাতালের ডাক্তার ও অন্য সকলের চূড়ান্ত অবহেলার কারণেই মৃত্যু হয়েছে শিশুটির।এই বিষয়ে অপারেশনে উপস্থিত বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন, শিশুটির মৃত্যু হয়েছে, দু দুবার হার্ট অ্যাটাকের কারণে। শিশুটির বাড়ির লোকজন ইতিমধ্যে হুগলির এই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে, এবং তাঁদের দাবী, অবিলম্বে যে ডাক্তারের অবহেলার কারণে একটা তাজা শিশুপ্রাণকে এভাবে নষ্ট হতে হলো, সেই ডাক্তারকে উপযুক্ত শাস্তি দিতে হবে। শিশুটির পরিবারের বক্তব্য, আর কত তাজা প্রাণ এভাবে নষ্ট হবে শুধুমাত্র অবহেলার কারণে???