এম রহমান,হুগলি: হুগলি জেলার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নবতম সংযোজন এই জেলার শিল্পাঞ্চল ডানকুনির লাইফ কেয়ার শুরু করল পথচলা। লাইফ কেয়ারের অঙ্গীকার সঠিক মূল্যে সকলকে সঠিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া, এবং তাঁর জন্য সকল রকম ব্যবস্থা অবলম্বন করা হবে বলেও শুভ উদ্বোধনে জানান এই সংস্থার প্রধান কর্ণধার শুভজিত্ ঘোষ।
শুভজিত্ ঘোষ বলেন শুধুমাত্র ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে এই কেন্দ্র পথ চলবে না, তাঁদের মূল লক্ষ্য ওই এলাকার জনগণকে সঠিক মূল্যে সঠিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া, এর জন্য তাঁরা পর্যাপ্ত অভিজ্ঞ ডাক্তার, স্বাস্থ্যকর্মী সহ সকল প্রকার ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করেছেন।
ডানকুনির এই বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রটি হাতবদলের পরে নবরূপে নতুন নামে আত্মপ্রকাশের লগ্নে ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি জেলার পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। তিনি বলেন সরকারি স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির অবদান অনস্বীকার্য। তিনি বলেন রাজ্যের মানব দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে আজ এই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এসেছে যুগান্তকারী পরিবর্তন।
তিনি স্বীকার করে নেন এখনও এই রাজ্যের বেশ কিছু বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী হাসপাতাল বা নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পরিষেবা দিচ্ছে না। এর সঙ্গে সঙ্গে সুবীর মুখোপাধ্যায় বলেন, নতুনরূপে পথচলা ডানকুনির এই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রটিকে তিনি বলেছেন সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করতে।