নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: ৮ই মার্চ নারী দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্বপ্নপূরণ সোসাইটির পক্ষ থেকে দুর্গাপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ সংলগ্ন এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে উপস্থিত ছিলেন দুর্গাপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষিকা সুতপা বক্সী, সঞ্জয় শীট, পুলিশ আধিকারিক সরোজ কুমার পতি, পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের জেলা সহ-সভাপতি তথা সমাজসেবী অভিজিৎ দাস এবং স্বপ্নপূরণ সোসাইটির অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ।
মেঘনাদ সাহা ও সুরেন চন্দ্র মডার্ন স্কুলের প্রায় দুইশত ছাত্র-ছাত্রীদের পেন, গোলাপ ফুল, মাস্ক, জলের বোতল তুলে দেওয়া হয় এদিন।
সোসাইটির পক্ষে সঞ্জয় শীট বলেন যে দীর্ঘ দিন পর ছাত্র-ছাত্রীদের অফলাইন পরীক্ষার ভীতি কাটাতে অনাদের সংগঠন যথাসাধ্য চেষ্টা করে ছাত্র-ছাত্রীদের জন্য এই সামান্য ব্যবস্থা করতে পেরেছেন।
উপস্থিত অভিভাবক অভিভাবিকারাও স্বপ্নপূরণ সোসাইটির এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন।