নিজস্ব সংবাদদাতা: মানুষ মানুষের জন্য-এই ব্রত নিয়েই তিন বছর আগে চুচুঁড়া রামমন্দির এলাকায় মালবিকা চক্রবর্তীর বাড়িটি শ্রমজীবী স্বাস্হ্য প্রকল্পে চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে দান করেন তাঁদের পরিবার। বর্তমানে বেলুড়, শ্রীরামপুর, গজার পাশাপাশি এই কেন্দ্রটিতে রোগীর ভিড় লক্ষ্য করা গেছে। পরিষেবার উন্নতিতে রবিবার দ্বিতল ভবনের শিলান্যাস করলেন এই এলাকার মানুষজন।
অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট মানুষের উপস্হিতি থাকলেও শিলান্যাস করলেন যাদের উপকারে আসবে সেইসব মানুষজন। তৃতীয় জন্মদিনের অনুষ্ঠানকে বর্ণময় করে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখন পর্যন্ত এই স্বাস্হ্য কেন্দ্র টিতে ২৯০৪ জনের পরিষেবা দেওয়া হয়েছে। চিকিৎসক এর সংখ্যা নয় জন। করোনা মহামারীতে যেভাবে স্বাস্হ্য পরিষেবা চালিয়ে এসেছে সেজন্য ধন্যবাদ জানান পল্লীবাসীরা। তবে স্বাস্হ্য প্রকল্প সমিতি আপামর জনগণের সাহা্য্যে নতুন রূপ পায় সেই আবেদনই রাখলেন
।