শুভদীপ দে হুগলি: শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর মন্দিরের দরজা খুলে গেল ভক্তদের জন্য। করোনা বিধি-নিষেধ মেনে সরকারি গাইডলাইন কে মান্যতা দিয়ে মহা শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর শিব মন্দির জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেয়া হলো।
করোনা আবহে মন্দির বন্ধ থাকলেও মন্দিরের ভেতরে পুজো অর্চনা সবই চলছিল, কিন্তু জনসাধারণের প্রবেশ ছিল নিষিদ্ধ। আজ শিবরাত্রি উপলক্ষে মন্দিরের গর্ভগৃহে ভক্তগণ পুজো দিতে এলেন।
বাবার মাথায় জল ঢেলে পূজা দিলেন। যদিও অধিকাংশ ভক্তই মাস্কবিহীন ছিলেন এদিন। এছাড়াও ভিড়ের মাঝে কোনও কোনও ভক্তকে দেখা গেল পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে মাস্ক ছাড়াই সেলফি তুলতে।