শুভদীপ দে, হুগলি: বিগত ২৭ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনের দিন ছাপ্পা ভোট এবং ইভিএম মেশিনের যান্ত্রিক ত্রুটির অভিযোগ উঠেছিল তার পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন সারাবাংলা দুটি পোলিং বুথে পুনরায় ভোটের নির্দেশ দিয়েছিলো, সেই নির্দেশ অনুযায়ী আজ কড়া নিরাপত্তার মধ্যে ফের ভোট হল শ্রীরামপুর ও দক্ষিণ দমদম পৌরসভার দুটি বুথে। শ্রীরামপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের মাহেশ যুব কিশোর সংঘের সাত নম্বর বুথে সকাল সাতটা থেকে শুরু হয়েছে পুনর্নির্বাচন চলল বিকেল পাঁচটা পর্যন্ত।
এই বুথে মোট ভোটার ৯৫২, বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৫% এর ও কিছুটা বেশি, নিরাপত্তার জন্য বুথে ঢোকার সমস্ত রাস্তায় ব্যারিকেড করে রেখেছিল পুলিশ।
শ্রীরামপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী শর্মিষ্ঠা দাস জানান সিপিএম কংগ্রেস মিলে এইখানে ভীষণ অত্যাচার শুরু করেছিল ২৭ ফেব্রুয়ারি, এছাড়াও তিনি জানান পৌরসভা নির্বাচনের দিন ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথ থেকে একটি ছাপ্পা ভোটারকে ধরে তাকে পুলিশের হাতেও তিনি তুলে দিয়েছিলেন, পুনঃ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে ভোট শান্তিপূর্ণ ভাবে হয়েছে এবং কোনরকম বিশৃঙ্খলা হয়নি, পাশাপাশি তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান এত সুন্দর ভাবে পুনর্নির্বাচন করানোর জন্য।
পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বাম কংগ্রেস মনোনীত সিপিআইএম প্রার্থী ভারতী সেন জানান পৌরসভা নির্বাচনের দিন এই ওয়ার্ডের পরিস্থিতি শেষের দিকে খুব খারাপ হয়ে গিয়েছিল তিনি অবশ্য সেই সময় এখানে ছিলেন না তিনি পরে ছবি দেখে বুঝতে পারেন যে অনেক ছাপ্পা ভোট দিয়েছে আমার বিরোধী পার্টি।