শহিদ বেদিতে জীবন্ত স্মৃতি

0214563

tv-9

বিশেষ প্রতিবেদন :  নগর কলকাতার ইতিহাসের পরতে পরতে আন্দোলন আর আত্মবলিদান। তাই এ শহর নাকি শহিদ বেদির শহর! ব্রিটিশ বিরোধী লাগাতার সংগ্রাম শেষে এসেছিল বহু প্রতীক্ষিত স্বাধীনতা। স্বাধীন ভারত বা বাংলায় বদলায়নি প্রতিপক্ষের ওপর দমন-পীড়নের ধাঁচা। আত্মত্যাগ-সংগ্রামের চিহ্ন ইট-পাথরে ধরা কলকাতার আনাচ-কানাচে। ‘শহিদের রক্ত, হবে নাকো ব্যর্থ’– এই স্লোগানে শহরের রাজপথ, অলিগলি কেঁপেছে বার বার। কিন্তু স্মরণ-রক্ষণাবেক্ষণে কি আদৌ শহিদের যথাযথ মর্যাদা-সম্মান বজায় রয়েছে? নাকি শহিদ-স্মৃতি, আত্মবলিদান স্মরণে এখন সময়ের মরচে? আবেগের ধারায় তৈরি বেদিগুলি ঘিরে কি শুধুই অবেহেলা-অযত্ন? শহিদ বেদি তৈরির প্রেক্ষাপট ও কাহিনির খোঁজে TV9 বাংলা। ২৭ ফেব্রুয়ারি, রবিবার রাত ১০টায় দেখানো হবে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ শহিদ বেদির শহরে

K S FIRE INSTITUTE

১৯৫৯-এর ৩১ অগস্ট ভুখা মানুষের বিক্ষোভ রুখতে নিপীড়নের বিস্ফোরণ ঘটেছিল শহরের রাজপথে। পরে খাদ্য আন্দোলনের শহিদ-স্মরণে সুবোধ মল্লিক স্কোয়্যারে তৈরি হয় শহিদ বেদি। এখন সেখানে অযত্নের ছাপ। ১৯৬৬-তে ফের খাদ্য আন্দোলন আছড়ে পড়ে শহর কলকাতার রাস্তায়। আবার অবাধ পুলিশের বন্দুক। TV9 বাংলার ক্যামেরায় সেই দুই ঐতিহাসিক আন্দোলনের স্মৃতি-বিস্মৃতি।

sambad-pratikhan

ষাটের শেষ, সত্তর দশকের গোড়ায় কলকাতা উত্তাল নকশাল আন্দোলনে। শহরের পথে পথে চাপ চাপ রক্ত। তালতলা, কলেজ স্ট্রিট, যাদবপুরের শ্রী কলোনিতে শহিদ বেদিতে সে সব রক্তঝরা সময়েরই উন্মোচন ও উদযাপন। TV9 বাংলার সঙ্গী লেখক-সাহিত্যিক সুপ্রিয় চৌধুরী। অনুষ্ঠানে তাঁরই মুখে নকশাল আন্দোলনের ‘স্মৃতি-বিস্মৃতির শহিদ বেদি’। প্রতিভাবান ক্রিকেটার, আগুনে ঝাঁপ দেওয়া তরুণ কাজল বন্দ্যোপাধ্যায় বা বিধু সরকার, প্রতীপ ঘোষের জীবন-কাহিনিও। বরাহনগরের গঙ্গায় পলি বেড়েছে আরও। ১৯৭১-এর বরাহনগর-কাশীপুর গণহত্যার দুঃস্বপ্ন বোধহয় আজ সেখানকার ঘাটের গায়ে শুধু টিকে। অর্ধশতাব্দীর বেশি আগে টানা কয়েক দিন সমাজবিরোধী ও আইনরক্ষকদের জান্তব উল্লাস দেখেছিল এই জনপদ। যে রাস্তা দিয়ে লাশের স্তূপ বয়ে নিয়ে গঙ্গায় গুম করে দেওয়া হয়েছিল, শহিদের গল্প খুঁজতে খুঁজতে বরাহনগরের সেই রাস্তাতে হাজির TV9 বাংলা। রয়েছে সিপিএম নেতা বিমান বসুর ভাষ্যও।সব মিলিয়ে শহিদ বেদি সন্ধান করতে গিয়ে ছাত্রযুবার স্পর্ধা, আত্মত্যাগের কোলাজ ক্যামেরাবন্দি করেছে TV9 বাংলা। আর পর্দায় মিশে গিয়েছে কবিতার লাইন, সাক্ষাৎকার, শহর পরিক্রমায় নাগরিক প্রতিবাদের সংক্ষিপ্ত ইতিহাসের ঝলক।

untitled-2-1untitled-1-3untitled-3for-nwsadvt112-for-advt-sankha-senlatest-advt-of-jotishgnc-advt-6x4-for-web209419418_1140649856410940_4719109323388593608_nadvt-1advt-3advt-41efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2advt-banner92a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading