শুভদীপ দে: রাত পোহালেই সারা রাজ্যের ১০৮ টি পৌরসভার মধ্যে হুগলি জেলার ১২টি পৌরসভার নির্বাচন। হুগলির ৪টি মহকুমার মধ্যে শ্রীরামপুর মহকুমায় রয়েছে উত্তরপাড়া কোতরং, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি এবং ডানকুনিl চন্দননগর মহকুমায় রয়েছে চাঁপদানি, ভদ্রেশ্বর ও তারকেশ্বর পৌরসভা।
চুঁচুড়া মহকুমায় রয়েছে হুগলী-চুঁচুড়া ও বাঁশবেড়িয়া পৌরসভা। আরামবাগের রয়েছে আরামবাগ পুরসভা।
জেলাজুড়ে নির্বাচন প্রক্রিয়ার জন্য জেলার বিভিন্ন কেন্দ্রে থেকে শনিবার সকাল থেকেই ভোটের সরঞ্জাম নিতে শুরু করে ভোট কর্মীরা। তারা চান ভোট হোক শান্তিপূর্ণভাবে। প্রশাসন সূত্রে জানা গেছে জেলার বারোটি পৌরসভার নির্বাচনে প্রতিটি বুথেই থাকছে সশস্ত্র পুলিশl। সুষ্ঠু নির্বাচন করতে তৎপর জেলা প্রশাসন। জেলাবাসীও চায় ভোট হোক শান্তিপূর্ণভাবে।