নিজস্ব সংবাদদাতা, হুগলি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হুগলি জেলার রিষড়ার সংগঠন চরৈবেতীর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্বর্ধনা জ্ঞাপন এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রশ্নোত্তর প্রতিযোগিতার।
এদিনের অনুষ্ঠানে সমাজ সেবায় ও সামাজিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শেখ মাবুদ আলীকে বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয়।
সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও গুণীজনের উপস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্ধ্যায় রিষড়া বাঙ্গুর পার্ক তরুণ দলের ময়দানে চরৈবেতীর এই অনুষ্ঠান একঝাঁক তাজা বাতাস বয়ে নিয়ে এল করোনা আবহে।