অভিজিত্ দাস, পশ্চিম বর্ধমান: রক্ত দান, মহৎ দান, এই মহতী উদ্যোগ ও সেফ ডাইভ সেফ লাইভ কে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর এডিসন এলাকায় হয়ে গেল এক বিশাল রক্ত দান শিবির। বন্ধুসবাই ও সবুজ সংঘ আয়োজিত এই অনুষ্ঠানে ১৫ জন মহিলা সহ ৪৩ জন রক্ত দাতা রক্ত দান করেন। উপস্থিত ছিলেন সন্দীপ শরাফ, সবুজ সংঘ ক্লাবের সভাপতি দিলীপ সিংহ রায়, সবুজ সংঘ ক্লাবের সম্পাদক দেবাশীষ বোস, দুর্গাপুর পূর্ব বিধায়ক প্রদীপ মজুমদার, মেয়র অনিন্দিতা মুখার্জি, চেয়ারম্যান মৃগেন পাল, মেয়র পারিষদ দীপঙ্কর লাহা সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ।
স্থানীয় বিজোন পুলিশ ফাঁড়ি থেকে সেভ ডাইভ সেভ লাইফ বিষয়ে সহযোগিতা করা হয়। এই অনুষ্ঠানে সহযোগিতায় ছিলো আধুনিক টি এম টি বার।