নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলির ডানকুনি পৌরসভার ৪ নং ওয়ার্ডের জাতীয় কংগ্রেস প্রার্থী জুলফিকার আলি মল্লিক বদ্ধপরিকর আসন্ন পুরোভোটে জিতে এসে তাঁর এলাকার প্রধান যে সমস্যা অর্থাৎ বেকারত্ব দূর করা। জুলফিকার বাবু সংবাদ প্রতিখনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে জানান, তাঁর ওয়ার্ডে র প্রাক্তন পৌর প্রতিনিধি এলাকার উন্নয়নে কোন কাজই করেন নি।
তিনি বলেন প্রতিবার বর্ষায় তাঁদের ওয়ার্ডের নানা জায়গায় জল জমে সাধারণের জীবনযাপনকে দুর্বিসহ করে তোলে। তিনি বলেন তিনি এই ওয়ার্ডে ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে লড়াই করছেন এবং তিনি আশাবাদী ডানকুনি পৌরসভার এই ওয়ার্ডের জনতা জনার্দন এবারের পৌরসভা ভোটে তাঁকেই জেতাবেন এবং তিনি জিতলে পরে এলাকার জল নিকাশি, বেহাল পথ ঘাট সহ সাধারণের সঙ্গে সব সময় থেকে সকল রকম সমস্যা থেকে ওয়ার্ডের মানুষদের দুঃখ-দুর্দশা দূর করবেনই। তিনি তাঁর এলাকার মানুষের উন্নতির জন্য এলাকার শিক্ষা ব্যবস্থার ও উন্নতিসাধন করবেন বলে আমাদের জানান।
তিনি কেন তাঁর জয়ের ব্যাপারে এতটা আশাবাদী এই প্রশ্নের উত্তরে জুলফিকার বাবু বলেন, তিনি শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিততে আসেন নি, তিনি ভোট ছাড়াও সারা বছর মানুষের পাশে থাকেন, এবং আগামীতেও থাকবেন। তিনি বলেন এই ওয়ার্ডের জনতা চিরকালই জাতীয় কংগ্রেসকে দু হাত ভরে আশীর্বাদ করে গেছেন এবং তিনি এবারেও তা থেকে বঞ্চিত হবেন না।