শুভদীপ দে, হুগলি: বেপরোয়া চালানোর জন্য উল্টে গেল বাস বিয়ের কনে যাত্রী বোঝাই বাস, দ্রুতগতিতে বেপরোয়াভাবে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রাস্তার পাশে। বিয়ে বাড়ি কনে যাত্রী বোঝাই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে গিয়ে আহত ৪০ জন কনে যাত্রী। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে তাদের কামারপুকুর গ্রামীণ হাসপাতাল আরামবাগ মহকুমা হাসপাতালে ও চিকিৎসার জন্য পাঠায় জানা গেছে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীররা জানাই গাড়িটি প্রচন্ড গতিতে যাচ্ছিল সেই সময় হঠাৎ বাম্পারে গাড়িটি ফেঁসে যায় এবং ড্রাইভার নিয়ন্ত্রণ হারায় আর তখনই কনে যাত্রীবোঝাই গাড়িটি পাল্টি খায়, প্রায় 40 জন কনে যাত্রী আহত হয়েছে।
জানা গেছে পশ্চিম মেদিনীপুরের গরবেতা থেকে ওই গাড়িটি হুগলী জেলার খানাকুল হেলান এলাকায় বিয়ে বাড়িতে যাচ্ছিল।