অভিজিৎ হাজরা, হাওড়া: ৩০ জানুয়ারী জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর শহীদ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর আমতা-র ব্যবস্থাপনায় আমতা মহকুমা ও সংস্কৃতি দপ্তরের সভাকক্ষের হলে ৭৫ তম তিরোধান দিবস উপলক্ষে সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। কোভিড মোকাবিলায় স্বাস্থ্য বিধি মেনে সম্পুর্ণ ঘরোয়া পরিবেশে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত করা হয়েছিল। অনুষ্ঠানের শুরুতে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করেন দপ্তরের কর্মী সুরজিৎ মন্ডল। পুষ্পার্ঘ্য অর্পণ করেন সুমিত পাল, জিৎপল কোলে, রাজীব সুতার, সন্দীপ তরফদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এক মিনিট নীরবতা পালনের পর দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন অসিত মালিক। সর্বধর্ম প্রার্থনা সভায় কুরআন পাঠ করেন শেখ নিজাম উদ্দিন, বাইবেল থেকে পাঠ করেন অভিজিৎ হাজরা, গীতা থেকে পাঠ করেন মৃণাল চক্রবর্তী।গান্ধীজির প্রিয় সংগীত “রামধূন” পরিবেশন করেন অসিত মালিক।