চন্দননগরে পুলিশি বাধার মুখে বিজেপির দিলীপ ঘোষ

0214563

p-2

শুভদীপ দে, হুগলি: পৌর ভোটের প্রচারে গিয়ে পুলিশের বাধার মুখে দিলীপ ঘোষ চন্দননগরে পৌরভোটের প্রচারে গিয়ে গোন্দলপাড়া জুট মিলের শ্রমিক এলাকায় মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তাকে বাধা দেয় চন্দননগর পুলিশ কমিশনারেট এর পুলিশ। মন কি বাত শেষ হওয়ার আগেই ফিরে যান তিনি। পুলিশ কর্মীদের সাথে বচসা ও বাদানুবাদ হয় দিলীপ ঘোষের।পুলিশ সূত্রে জানা যাচ্ছে ভেঙে ৫ জনের বেশি সমর্থক নিয়ে অনুমতি ছাড়াই এই কর্মসূচি সেই জন্যই তাকে আটকানো হয়। রবিবার গোন্দলপাড়া জুট মিল শ্রমিক এলাকায় তিনি জান বাধা দেয় পুলিশ দিলীপ ঘোষের বক্তব্য ভোটের প্রচার তারা করেননি । মোদিজীর মানকি বাত অনুষ্ঠান শুনছিলেন। শাসক দল কোন অনুষ্ঠান করলে বাধা দেওয়া হচ্ছে না অথচ তাদেরকেই বাধা দেওয়া হচ্ছে।

sambad-pratikhan

পুলিশ জানিয়েছেন ৫০ জনের বেশি লোক উপস্থিত ছিল তারা সেই জন্যই তাকে বাধা দিয়েছে। তৃণমূল মিছিল করলে আটকানো হয় না। আর আমরা কিছু করলে আটকানো হয় পুলিশের বিরুদ্ধে এই দিন নানা অভিযোগ আনেন দিলীপ ঘোষ।

untitled-2-1untitled-1-3untitled-3advt-banner.3advt112-for-advt-sankha-senfor-nwslatest-advt-of-jotish209419418_1140649856410940_4719109323388593608_ngnc-advt-6x4-for-webadvt-1advt-3advt-4advt-banner1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2

%d