হিন্দমোটরে ডিজে বাজিয়ে পিকনিক, সোশ্যাল মিডিয়ায় জেনে হাজির পুলিশ

0214563

hind

শুভদীপ দে, হুগলি: হিন্দমোটর এলাকার তেঁতুলতলায় রাত অব্দি  ডিজে বাজিয়ে নাচ-গান চলছিল। অতিষ্ঠ বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ তোলেন এবং ফেসবুকে লেখেন এই এলাকায় ডিজে বেজে চলেছে ডিজের শব্দে বাড়ির বয়স্ক মানুষদের কষ্ট হচ্ছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনেক পাড়াতেই পিকনিক হয় কিন্তু উত্তরপাড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে ডিজে তান্ডবের কথা সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারে চন্দননগর পুলিশ কমিশনারেট এর অন্তর্গত উত্তর পাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডিজে বন্ধ করে কয়েকজনকে আটক করে। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানতে পেরে দ্রুত ব্যবস্থা নিল পুলিশ।untitled-2-192a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv21efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

বৃহস্পতিবার এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জেনে পুলিশ এত তৎপর হয় তৎক্ষণাৎ ডিজে বন্ধ করে পুলিশের এই কাজে আমরা খুশি এই ডিজে বাজার ফলে আমরা খুব অসুবিধার মধ্যে পড়েছিলাম এবং বয়স্ক মানুষরা খুব কষ্টের মধ্যে ছিল তাই পুলিশের ভূমিকা প্রশংসনীয়।উত্তরপাড়া পৌরসভার পৌর প্রশাসক দিলীপ যাদবের জানান ডিজে বাজানো সম্পূর্ণ বেআইনি যারা কোনো বেআইনী কাজ করবে তার জন্য পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ তাদের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেবে।

209419418_1140649856410940_4719109323388593608_nadvt112-for-advt-sankha-senfor-nwsuntitled-1-3latest-advt-of-jotishuntitled-3advt-1advt-4advt-3advt-banner

%d bloggers like this: