প্রজাতন্ত্র দিবসে দুঃস্থ বাচ্চাদের খাদ্য সামগ্রী প্রদান দুর্গাপুরে

0214563

dgp-11

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: দুর্গাপুর ইয়ংস ফাউন্ডেশন ও দুর্গাপুর উদ্যোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুর্গাপুরের ২১ নম্বর ওয়ার্ডের আশিয়ানা হল সংলগ্ন এলাকায় ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রায় শতাধিক স্থানীয় অসহায় দুঃস্থ বাচ্চাদের হাতে খাদ্য সামগ্রী ও মিষ্টি তুলে দেওয়া হয় প্রজাতন্ত্র দিবসের সকালে। এদিন দুর্গাপুর নগর নিগমের স্থানীয় কাউন্সিলর ও তিন নম্বর বোরো চেয়ারম্যান সুস্মিতা ভুঁই জাতীয় পতাকা উত্তোলন করেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিনেও সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার আশ্বাস দেন, তিনি বলেন এলাকার অনেক যুবক-যুবতী কোভিড অতিমারীতে বিভিন্নভাবে সকল মানুষের সেবা করেছেন, তাদের এই সমাজ কল্যাণমূলক উদ্যোগে সামিল হয়ে তিনি আপ্লুত।

তিনি আগামীতে  তাদের পাশে থেকে সকল রকম সহযোগিতার আশ্বাস দেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সমাজসেবিকা সুমিতা সরকার,  দুর্গাপুর উদ্যোগ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মাম্পি মুখার্জি ও সেক্রেটারি কল্যাণ মুখার্জি। উপস্থিত ছিলেন নেশান্যাল হিউমান রাইটস অ্যান্ড অ্যান্টি কোরাপশন ব্যুরোর পশ্চিম বর্ধমান জেলা সভাপতি সমাজসেবক অভিজিৎ দাস।

209419418_1140649856410940_4719109323388593608_ngnc-advt-6x4-for-weblatest-advt-of-jotishfor-nwsadvt112-for-advt-sankha-senadvt-banner.3advt-3untitled-1-3untitled-2-1untitled-3advt-banner92a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv21efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2advt-1advt-4

%d bloggers like this: