ঘোষিত হলো বিজেপির হুগলি জেলার শ্রীরামপুর সাংগঠনিক জেলার নতুন কমিটি

0214563

bjp

নিজস্ব সংবাদদাতা, হুগলি: এই মুহূর্তে এই রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল বিজেপি হুগলি জেলায় তাঁদের সংগঠনকে মজবুত করতে শ্রীরামপুর সাংগঠনিক কমিটির নব নির্বাচিত কমিটির সকল সদস্যের নাম ঘোষণা করল এক সাংবাদিক সম্মেলন করে।  নব নির্বাচিত এই কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মোহন চন্দ্র আদক, কমিটিতে আট জনের সহ সভাপতি হিসেবে রয়েছেন যথাক্রমে রঘুনাথ অধিকারী, মনোজ ঘোষ, শ্রাবনী ঘোষ, দিলীপ সিং, কিষান শ, দেবাশীষ মুখার্জী, সায়ন কোনার ও রিঙ্কু ব্যানার্জী। তিন জন সাধারণ সম্পাদক হলেন রাজীব চন্দ, শশী সিং ঝা ও সুমন ঘোষ। কমিটিতে সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন আট জন, এঁরা হলেন অশোক কুমার সিং, অরিন্দম ঘোষ, পম্পা অধিকারী, পাপ্পু সিং, জিতেন্দ্র কুমার শর্মা, তাপস হাজরা, ইন্দ্রনীল দত্ত ই সুস্মিতা দে।92a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2untitled-2-1

অফিস সেক্রেটারি ও ট্রেজারার নির্বাচিত হয়েছেন দেবদাস চক্রবর্তী ও মনোজ সিং। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হুগলি জেলার শ্রীরামপুর সাংগঠনিক জেলার পর্যবেক্ষক প্রিয়ঙ্কা টিব্রিওয়াল। তিনি বলেন এই রাজ্যে একমাত্র দল বিজেপি যাঁরা নির্বাচনে সকল আসনেই প্রার্থী দেয় এবং মাটিতে নেমে লড়াই করে। তিনি আরও বলেন এই রাজ্যে একমাত্র লড়াই করছে ভারতীয় জনতা পার্টি। তিনি বলেন আমি এখানে এসেছি এখানকার সংগঠনকে মজবুত করতে।

latest-advt-of-jotishgnc-advt-6x4-for-web209419418_1140649856410940_4719109323388593608_nfor-nwsadvt112-for-advt-sankha-senuntitled-1-3untitled-31efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2advt-banneradvt-1advt-3advt-4

%d bloggers like this: