নিজস্ব সংবাদদাতা, হুগলি: মোবাইল গেমের নেশায় ঘর ছাড়া কিশোরকে একদিনের মধ্যে বিহারের দানাপুর থেকে উদ্ধার করে নজির সৃষ্টি করল হুগলির শ্রীরামপুর থানা। হুগলির রিষড়া এলাকার নয়াবস্তি এস কে নগরের বাসিন্দা পেশায় দুধ বিক্রেতা সন্তোষ যাদবের ১৪ বছর ৯ মাসের পুত্র ভিকি যাদব গত ১৪ জানুয়ারী ২০২২ মোবাইল গেমের নেশায় ঘর থেকে বেরিয়ে যায়। পরদিন অর্থাত্ ১৫ জানুয়ারী শ্রীরামপুর থানার অফিসার ইন চার্জের সহযোগিতায় শ্রীরামপুর থানার এ এস আই সৌমেন কুমার নাথের নেতৃত্বে শ্রীরামপুর থানার পুলিশ ওই কিশোরের মোবাইল লোকেশন ট্র্যাক করে গভীর রাতে হাজির হয় বিহারের দানাপুরে, তারপর স্থানীয় দানাপুর থানার সহযোগিতায় পলাতক ভিকি যাদবকে উদ্ধার করে আজ সন্ধ্যায় নিয়ে আসে শ্রীরামপুরে থানায়। সূত্রের খবর অনুযায়ী আগামিকাল উদ্ধার করা ওই কিশোরকে আদালতে পেশ করা হবে। এখন এটাই দেখার ওই কিশোর বাড়ি থেকে পালিয়েছিল শুধুমাত্র মোবাইল গেমের নেশায় না এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও কারণ।