অমৃতলোকে নাট্য জগতের দিকপাল অভিনেত্রী শাঁওলি মিত্র

s-miktraনিজস্ব সংবাদদাতা: আবার ইন্দ্রপতন বাংলা নাট্য জগতে। রবিবার দুপুরে ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকে বাংলা নাট্য জগতের দিকপাল শম্ভু মিত্র ও অভিনেত্রী তৃপ্তি মৈত্রের সুযোগ্যা কন্যা বাংলা নাট্য জগতের অন্যতম প্রধান ও দিকপাল অভিনেত্রী শাঁওলি মিত্র। ওনার ইচ্ছাকে মর্যাদা দিয়ে আজ সন্ধ্যায সিরিটি শ্মশানে তাঁর শেষ কার্য সম্পন্ন করার পরেই তাঁর মৃত্যুর খবর জনসমক্ষে আনা হয়।অভিনেত্রীর শেষ কাজে উপস্থিত ছিলেন তাঁর মানস কন্যা নাট্য নাট্যকর্মী ও রাজনীতিবিদ অর্পিত ঘোষ। কোনরকম সমারোহর মধ্যে না গিয়ে সবার অগোচরেই চলে গেলেন অভিনেত্রী শাঁওলি মিত্র।

%d bloggers like this: