সৈকত দাস, বালি: বুধবার ২৯শে ডিসেম্বর রাত ১০টায়, বালিখাল খিদিরপুর বাস স্ট্যান্ডের নিকট একটি অজানা বৈদ্যুতিক বাতি জ্বলা নেভা করতে দেখা বস্তুকে নিয়ে এলাকার কিছু বাসিন্দাদের মধ্যে বোমান্তাঙ্ক সৃষ্টি হয় এবং তৎক্ষণাৎ তারা বালি থানাকে ঘটনার বিবরণ দেন। তড়িঘড়ি করে বালি থানা উক্ত স্থলে পৌঁছে যান, সাথে সাথে জিটি রোডের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় ও একটি সুরক্ষা বলয়ে ঘিরে ফেলা হয় ঐ এলাকা। যেহেতু বর্ষবরণের আর মাত্র দুইদিন বাকি, এই মর্মে গোটা কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে, তাই কোনো ধরনের ঘটনাকে অবহেলা করা হচ্ছে না।
খবর দেওয়া হয় বোমা নিষ্ক্রিয়করন বাহিনীদের। এলাকায় এই বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। যেহেতু একদিকে গুরুত্বপূর্ণ বালি ঘাট ষ্টেশন এবং অপরদিকে গুরুত্বপূর্ণ বালি ব্রিজ তাই কোনো রকমের ঝুঁকি না নিয়ে তৎপরতার সাথে বস্তুটির তদন্ত শুরু হয় বোম স্কোয়াড বাহিনীর পক্ষ থেকে। প্রায় দেড় ঘন্টার অনুসন্ধান ও পরিক্ষা নিরিক্ষার পর রহস্য উন্মোচন করা হল। জানা যায় ঐ অজানা বস্তটি গাড়িতে ব্যবহৃত একটি যান্ত্রিক বস্তু বিশেষ। তবে ঐ বস্তুটি , কিভাবে ঐ স্থানে এল তা এখনো জানা যায়নি।